গয়েশ্বর রায়কে ছেড়ে দিয়েছে পুলিশ

অবস্থান কর্মসূচি থেকে আহত অবস্থায় ‘আটক’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ছেড়ে দিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২৯ জুলাই) বিকালে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তাকে সেভ করার জন্য নিয়ে এসেছিলাম। এখন পুলিশের একটি গাড়িতে করে তাকে বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে।’

পরে বিকাল পৌনে ৪টার দিকে উপস্থিত একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে জানান, গয়েশ্বর চন্দ্র রায়কে একটু আগে তার পল্টনের অফিসে পৌঁছে দিয়ে গেছে পুলিশ।

এর আগে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে অবস্থান কর্মসূচির সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হন গয়েশ্বর চন্দ্র রায়। এরপর ঘটনাস্থল থেকে পুলিশের গাড়িতে করে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ডিবি কার্যালয়ে মধ্যাহ্ণভোজ করতেও দেখা যায় গয়েশ্বর চন্দ্র রায়কে। ছবি: সংগৃহীত

পূর্ব ঘোষণা অনুযায়ী, শনিবার (২৯ জুলাই) সকালে মাতুয়াইল হাসপাতালের সামনে বিএনপির কয়েকশ’ নেতাকর্মী রাস্তা অবরোধ করে বসে পড়েন। দুপুর পৗনে ১২টার দিকে পুলিশ তাদের উঠিয়ে দিতে গেলে সংঘর্ষ হয়।

সরেজমিন দেখা যায়, বিএনপির কয়েকশ’ নেতাকর্মী রাস্তা অবরোধ করে বসে পড়লে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীরও কয়েকশ’ সদস্য এসে উপস্থিত হন। একপর্যায়ে তারা বিএনপির নেতাকর্মীদের ওপর টিয়ারশেল ছুড়তে থাকেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর আহত হন। মাটিতে লুটিয়ে পড়েন। এই সময় বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া চলে।