নরসিংদীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব

উচ্চ আদালত থেকে জামিন পাওয়া আসামি লিটন মিয়ার বেইলবন্ড (জামিনের মুচলেকা) গ্রহণ না করার ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে নরসিংদীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোল্যা সাইফুল আলমকে তলব করেছেন হাইকোর্ট।

আগামীকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) তাকে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (২ আগস্ট) মামলার আদেশের অনুলিপি থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গত ২৪ জুলাই বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ মাহমুদুল আহসান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

লিখিত আদেশের অনুলিপিতে বলা হয়েছে, নরসিংদীর শিবপুর মডেল থানায় করা এক মামলায় আসামি মো. লিটন মিয়াকে গত ২৯ মে হাইকোর্ট জামিন দেন। জামিনের বেইলবন্ড (মুচলেকা) আসামির আইনজীবী নরসিংদীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে দাখিল করেন। কিন্তু নরসিংদীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এখনও জামিনের মুচলেকা গ্রহণ করেননি। এ কারণে হাইকোর্টে জামিন পাওয়া আসামি লিটন মিয়া এখনও কারাগারে রয়েছেন।

পরে বিষয়টি হাইকোর্টের নজরে আনা হয়। এরপর শুনানি শেষে ঘটনার ব্যাখ্যা দিতে নরসিংদীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব করেন হাইকোর্ট।