আবারও ডিবি কার্যালয়ে হিরো আলম

আবারও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আসেন আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে দুই সহযোগীসহ তিনি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।

তার দাবি, তাকে কে বা কারা হত্যার হুমকি দিয়েছে। নিরাপত্তা শঙ্কার জন্য তিনি ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।

ডিবি কার্যালয়ে প্রবেশ করার আগে হিরো আলম বলেন, সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টা ৫২ মিনিটে মোবাইল ফোনে আমার কাছে চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। কিন্তু তারপর কোনও ব্যবস্থা নেয়নি হাতিরঝিল থানা পুলিশ। আমি কয়েকবার ফোন দিয়েছি। তারা আমার ফোন ধরেনি। তাই আজ আমি ডিবিতে যাচ্ছি।

ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ করবো অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে।

এর আগে গত ১৯ জুলাই তার অফিসে এসে হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন হিরো আলম। এসময় তিনি সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, কিছু লোক তাকে মারার জন্য খুঁজছে। নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত।