মগবাজারে ট্রেনে কাটা পড়ে পিআইবির ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. আব্দুল লতিফ (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পেশায় তিনি প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

এর সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, মৃত আব্দুল লতিফ একজন ডায়াবেটিস রোগী। প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিলেন। ওয়ারলেস গেটে এলাকায় রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সেখান থেকে সকাল সাড়ে ১০টায় তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি শুক্রবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মৃতের ছেলে আরিফুর রহমান বলেন, বাবা আব্দুল লতিফ সকালে হাঁটতে বের হয়েছিলেন। পরে খবর পাই, তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন।

মৃত লতিফ নোয়াখালী সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। বর্তমান রমনার মগবাজার ডাক্তার গলিতে পরিবারের সঙ্গে থাকতেন।