লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামালের প্রথম জানাজা মানিক মিয়া এভিনিউর পাশে অবস্থিত ন্যাম ভবন (৫ ও ৬) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জানাজায় অংশ নেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে।
আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
একেএম শাহজাহান কামালের ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি এ এস এম মাকসুদ কামাল জানিয়েছেন, এখানে জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে লক্ষ্মীপুরে। বাদ আসর লক্ষ্মীপুর মডেল হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পৌরসভার লাহারকান্দি গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা মার কবরের পাশে দাফন করা হবে।
এর আগে আজ শনিবার ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহজাহান কামাল। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
শাহজাহান কামাল লক্ষ্মীপুর-৩ (সদর) থেকে ১৯৭৩ সাল, ২০১৪ সাল এবং ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদে তিনি বিমান ও পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।