ডিএমপি কমিশনার হিসেবে আজ দায়িত্ব নিচ্ছেন হাবিবুর রহমান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৬তম কমিশনার হিসেবে আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) দায়িত্ব নিচ্ছেন অতিরিক্ত আইজিপি মো. হাবিবুর রহমান। এ উপলক্ষে ডিএমপির সদর দফতরে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব নেবেন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা বলছে, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এর বিদায় এবং নতুন কমিশনার হিসেবে মো. হাবিবুর রহমানকে বরণ করে নেওয়ার জন্য ডিএমপির আভ্যন্তরীণ একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন নতুন কমিশনার হিসেবে মো. হাবিবুর রহমান।

দায়িত্ব গ্রহণের পর বিদায়ী ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে পুলিশের নিজস্ব সংস্কৃতির মাধ্যমে তার গাড়িটি ফুলেল সজ্জিত করে পুলিশ সদস্যরা রশি দিয়ে টেনে বিদায় দেবেন।