ফ্লাইওভারের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় যুবক উদ্ধার

রাজধানীতে হানিফ ফ্লাইওভারের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় ফয়জুল ইসলাম (২৮) নামে একজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৮ অক্টোবর) টিকাটুলি সালাউদ্দিন হাসপাতাল বরাবর হানিফ ফ্লাইওভারের ওপরে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, যুবকটি মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ফয়জুলের ছোট ভাই মো. শাহীন বলেন, তার মাথায় কয়েক স্থানে কাটা জখম ছাড়া শরীরের আর কোথাও কোনও আঘাতের চিহ্ন নেই।

তিনি আরও বলেন, তার ভাই যাত্রবাড়ীর শনির আখড়া কাজীরগাঁও এলাকায় থাকেন। তিনি ওই এলাকার একটি ভাঙ্গারি দোকানে কাজ করেন। উত্তরায় মামার বাসায় যাওয়ার উদ্দেশে শনিবার দুপুরে বের হন। সেখানে তার অসুস্থ মা খাদিজা বেগম রয়েছেন চিকিৎসার জন্য। বিকালে তার (ফয়জুল) মোবাইল থেকে কয়েকটি ফোন আসে। বলা হয়, ফয়জুল দুর্ঘটনার শিকার হয়েছে, তাকে হাসপাতালে নিতে হবে। বিকাশে ২০/২৫ হাজার টাকা পাঠাতে বলে।

শাহীন বলেন, ফোন শুধু আমাকে না, আমার বাবা মানিক বাদশাকেও দিয়েছে। তবে কোথায় আছে, কোথায় ঘটনা সে ব্যাপারে কিছু বলছিল না। শুধু টাকাই চাচ্ছিল। এতে আমার সন্দেহ হয়। পরে আমরাই বার বার ফোন করি। পরে জানায় হানিফ ফ্লাইওভারের ওপরে আছে। পরে আমরা খুঁজতে খুঁজতে টিকাটুলি সালাউদ্দিন হাসপাতাল বরাবরা হানিফ ফ্লাইওভারের ওপরে রাস্তার এক পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তার মোবাইলটি পাওয়া যায়নি।

শাহীন বলেন, তার মাথার আঘাতের ধরনে মনে হচ্ছে তাকে মাথায় কোপানো হয়েছে। সে একটু সুস্থ হলে পুরো ঘটনাটি জানা যাবে। ভাই জানিয়েছে তাকে মারা হয়েছে। তবে এর চেয়ে বেশি কিছু বলতে পারেনি। তার অবস্থা গুরুতর।