তলা ফেটে ডুবছিল জাহাজ, ৯৯৯ এ কলে ৬ নাবিক উদ্ধার

বরিশালের উজিরপুরের সন্ধ্যা নদীতে তলা ফেটে ডুবতে থাকা লাইটার জাহাজ থেকে ছয় নাবিককে উদ্ধার করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করার পর তাদের উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৭ অক্টোবর) ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।  

তিনি বলেন, ‘৫৫০ টন ওজনের ১১ হাজার ব্যাগ সিমেন্ট নিয়ে ঢাকা থেকে খুলনা যাচ্ছিল লাইটার জাহাজ এমভি বালাশুর-৩। পথে উজিরপুরের সন্ধ্যা নদীর দোহারিকা ব্রিজের কাছে ডুবন্ত খুঁটির সঙ্গে ধাক্কা লেগে জাহাজটির তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। পানি সেঁচার মেশিন পাওয়া গেলে ডুবে যাওয়া থেকে জাহাজটি রক্ষা করা যাবে। এমন তথ্য জানিয়ে সোমবার (১৬ অক্টোবর) আলমগীর নামে জাহাজটির একজন স্টাফ ৯৯৯ নম্বরে ফোন করেন। উদ্ধার সহায়তা চান তিনি।’

আনোয়ার সাত্তার বলেন, ‘৯৯৯-এর অফিস থেকে উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নিতে বলা হয়। পরে উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল পানি সেঁচার পাম্পসহ দুর্ঘটনাস্থলে গিয়ে পানি সেঁচে জাহাজটিকে নিরাপদে তীরে নিয়ে আসে এবং জাহাজ থেকে ছয় নাবিককে উদ্ধার করে। জাহাজে থাকা দুইশ ব্যাগ সিমেন্ট পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। বাকি ১০ হাজার ৮০০ ব্যাগ সিমেন্ট অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’