১০ বছর আগের মামলায় বিএনপির ইসহাক সরকারসহ ৪৮ জনকে খালাস

রাজধানীর বংশাল থানা এলাকায় ১০ বছর আগে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার ও তার ভাই ইয়াকুব সরকারসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর ৪৮ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করা হয়। অপর দিকে অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহন মোল্লা নামে বিএনপির এক কর্মীকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (২৩ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে আসামি ইয়াকুব সরকারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর আসামিরা অনুপস্থিত ছিলেন। কারাদণ্ডপ্রাপ্ত মোহন মোল্লা পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেছেন।

২০১৩ সালের ৫ নভেম্বর বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি করা হয়। মামলাটি তদন্ত শেষে ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ। মামলার বিচার চলাকালে তিন জন মারা যান।