চোখের জলে মা দুর্গাকে বিদায় (ফটো স্টোরি)

শেষ হলো বাঙালির সর্বজনীন দুর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের মানুষ চোখের জলে বিদায় দিয়েছে মা দেবী দুর্গাকে। মোহাম্মদপুরের বসিলা ও বুড়িগঙ্গার তীরে প্রতিমা ঘাটে নেওয়ার পর ভক্তরা শেষবারের মতো আরতি করেন। শেষে মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীকে বিসর্জন দেওয়া হয়।

দুর্গা বিসর্জনকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বী মানুষের ঢল, ছবি: সাজ্জাদ হোসেন

বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে মা দেবী দুর্গাকে, ছবি: সাজ্জাদ হোসেন

দুর্গা মাকে বিদায় জানাতে হিন্দু ধর্মাবলম্বীদের ভিড়, ছবি: সাজ্জাদ হোসেন

সব আয়োজন সম্পন্ন। এখনই বিসর্জন দেওয়া হবে দুর্গা মাকে, ছবি: সাজ্জাদ হোসেন

দুর্গা মাকে বিদায় জানাতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি, ছবি: সাজ্জাদ হোসেন

বুড়িগঙ্গা নদীতে বিদায় জানানো হচ্ছে মা দুর্গাকে, ছবি: নাসিরুল ইসলাম

পানিতে ফেলে দেওয়া হচ্ছে মা দুর্গাকে, ছবি: নাসিরুল ইসলাম

দুর্গা দেবীকে পানিতে ভাসিয়ে দেওয়ার মুহূর্ত, ছবি: নাসিরুল ইসলাম

দুর্গা দেবীকে বিসর্জনের দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখেন অনেকে, ছবি: নাসিরুল ইসলাম

দুর্গা দেবীকে ভাসিয়ে দেওয়া হলো বুড়িগঙ্গা নদীতে। চারপাশ থেকে সেই দৃশ্য দেখছেন অসংখ্য মানুষ। ছবি: নাসিরুল ইসলাম