দিল্লিতে বঙ্গবন্ধু বৃত্তি প্রদান

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শহীদ অথবা গুরুতর আহত ভারতীয় সৈন্যদের পরিবারের সদস্যদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার্থী বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসাবে এবং ভারত সরকারের পক্ষে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন। মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজি সাজ্জাদ আলি জহির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘যাদেরকে এই বৃত্তি দেওয়া হয়েছে তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে ভূমিকা রাখবে।’

ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘এই ধরনের উদ্যোগ বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করবে।’