পুলিশ হাসপাতালের গেটে আগুন

রাজাধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতলের গেটে আগুন দিয়ে দুর্বৃত্তরা। হাসাপাতাল গেটে অবস্থান করা অ্যাম্বুলেন্সেও আগুন দিয়েছে তারা। বেলা ৩টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘হাসপাতালের গেটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট রওনা দিয়েছে। তবে পিকেটিংয়ের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।’

এর আগে পুলিশ বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা

অন্যদিকে রাজধানীতে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংর্ঘষে ৪১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯ জন চিকিৎসাধীন রয়েছে।