গরিবের আইনজীবী বাসেত মজুমদার চিরস্মরণীয় হয়ে থাকবেন

সামান্য অর্থে কিংবা বিনামূল্যে বিচারপ্রার্থীদের জন্য লড়াই করা সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বাসেত মজুমদার সবার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

আব্দুল বাসেত মজুমদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (২৯ অক্টোবর) সুপ্রিম কোর্ট মিলনায়তনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এ মন্তব্য করেন।

বক্তারা বলেন, আব্দুল বাসেত মজুমদার এমন এক ব্যক্তিত্ব ছিলেন, যাকে টার্ন করা কঠিন। অনেক নবীন আইনজীবী তার কাছে মামলা নিয়ে গিয়েছেন। সামান্য খরচে মামলা করে দিতেন। কখনও প্যাকেট খুলে দেখতেন না সেখানে কত টাকা আছে। এ জন্য তিনি গরিবের আইনজীবী নামে খ্যাত হয়ে ছিলেন। তিনি তার কর্মগুণে আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আর তার যে পরিচিতি, তা তার সন্তান সিনিয়র অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজার মাধ্যমে ফুটে উঠবে বলে আমাদের বিশ্বাস।

বক্তারা আরও বলেন, বাসেত মজুমদার সব সময় আইনকানুন দেখে, বই দেখে শুনানি করতেন এমন নয়, ফ্যাক্টের ওপর শুনানি করে তিনি রিলিফ নিয়ে হাসিমুখে কোর্ট রুম থেকে বের হতেন। তিনি আমাদের আইনজীবীদের সাহায্য করেছেন বলেই অনেকেই আমরা আজ প্রতিষ্ঠিত (বিচারপতি-রাষ্ট্রপক্ষের আইনজীবী) হয়েছি। তার জন্য আমাদের প্রাণ খুলে দোয়া করা উচিত।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বিচারপতি এম আর হাসান, বিচারপতি ফরিদ আহমেদ, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি শেখ হাসান আরিফ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, অ্যাডভোকেট ড. বষির উল্ল্যাহ, অ্যাডভোকেট এ কে এম ফয়েজ, অ্যাডভোকেট ওয়াজি উল্ল্যাহ, বাসেত মজুমদারের ছেলে সিনিয়র অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা, সমিতির সম্পাদক আব্দুন নূর দুলালসহ অন্যান্য সাবেক ও বর্তমান আইনজীবী নেতারা।