হামলা চালিয়ে চুল-দাড়ি কেটে আত্মগোপনে যায় যুবদল নেতা

রাজধানীর পল্টনে পুলিশের উপর হামলায় সরাসরি জড়িত অভিযোগে আপন আহমেদ নামে যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। পল্টন থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২ নভেম্বর) পুরান ঢাকায় ঢাকা জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পটুয়াখালীর গলাচিপা থেকে বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরের দিকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। আটক ব্যক্তি কেরানীগঞ্জ মডেল থানার কালন্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, পল্টনে পুলিশের উপর হামলার ঘটনা ঘটিয়ে নাশকতা এবং সহিংসতায় জড়িত ওই ব্যক্তি গ্রেফতার এড়াতে চুল ও দাড়ি কেটে ফেলে। ঢাকা থেকে পালিয়ে পটুয়াখালীতে চলে যায়। বিভিন্ন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়।

প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, যাদের হাতে লাঠি ছিল, তা পূর্ব পরিকল্পিতভাবে রাখা ছিল। পুলিশ নিরাপত্তা নিশ্চিতে কাজ করে থাকে। কিন্তু বর্বরোচিতভাবে তারা পুলিশের উপর হামলা করে। আমরা মনে করি— তারা রাষ্ট্রের উপর হামলা করেছে, এটি পূর্বপরিকল্পিত।

সমাবেশটি ঢাকা মেট্রোপলিটন এলাকায় হয়েছিল। আশপাশের এলাকা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে এসে বিএনপি নেতাকর্মীরা সমাবেশে অংশ নিয়েছিল। আমরা ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হই— আপন কেরানীগঞ্জের বাসিন্দা। এ বিষয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে যাদের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে তাদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।