ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সোমবার (৬ নভেম্বর) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা ১-এ মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়, দুদক থেকে সম্পদের হিসাব বিবরণী চাওয়ার পর ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ ২০২০ সালের ১২ নভেম্বর দুদকে হিসাব বিবরণী দাখিল করেন। হিসাব বিবরণীতে তিনি দুই কোটি ৯৮ লাখ ৮৩ হাজার ৫৫৫ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দেন। অনুসন্ধান কর্মকর্তার পর্যালোচনায় দেখা যায়, তিনি আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত এক কোটি ৫৬ লাখ ৬৬ হাজার ৯৭৩ টাকা মূল্যের সম্পদ নিজ দখলে রেখে ভোগ দখল করছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।