ড্রেজিংয়ের ৪টি কাজ পেয়েছে ডক ইয়ার্ড

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বিআইডিব্লউটিএ কর্তৃক ‘মোংলা থেকে রামপাল খেয়াঘাট পর্যন্ত’ (প্যাকেজ-২, লট-১) ড্রেজিংয়ের পূর্ত কাজ ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের কাছ থেকে ৯৬ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, শুধু ‘মোংলা থেকে রামপাল খেয়াঘাট পর্যন্ত’ (প্যাকেজ-২, লট-১) ড্রেজিংয়ের পূর্ত কাজ নয়, এটিসহ দেশের চার স্থানে ড্রেজিংয়ের পূর্ত কাজ পেয়েছে ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। প্রতিষ্ঠানটিকে ৩৫৯ কোটি ৭৯ লাখ টাকায় এ কাজ দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব জানিয়েছেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিআইডিব্লউটিএ কর্তৃক ‘ভবানীপুর থেকে পাকশী পর্যন্ত’ (প্যাকেজ-২, লট-৪) ড্রেজিংয়ের পূর্ত কাজ ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের কাছ থেকে ৮৭ কোটি ৯০ লাখ টাকায় কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অন্য এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিআইডিব্লউটিএ কর্তৃক ‘উলানিয়া থেকে মাওয়া এবং দৌলতদিয়া থেকে নাজিরগঞ্জ পর্যন্ত’ (প্যাকেজ-২, লট-২) ড্রেজিংয়ের পূর্ত কাজ ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের কাছ থেকে ৮৭ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া ‘নাজিরগঞ্জ থেকে চর ভবানীপুর পর্যন্ত’ (প্যাকেজ-২, লট-৩) ড্রেজিংয়ের পূর্ত কাজ ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিডেটের কাছ থেকে ৮৭ কোটি ৯০ লাখ টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বিআইডিব্লউটিএর আওতায় এ ড্রেজিংয়ের কাজ হবে।