ঘূর্ণিঝড় মিধিলি: ৩ বিভাগে সড়কে ভেঙে পড়েছে ৫১ গাছ

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃষ্টি ও দুর্যোগপ্রবণ আবহাওয়ায় ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় সড়কে ৫১টি গাছ ভেঙে পড়ে। যদিও এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসিম শুক্রবার (১৭ নভেম্বর) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দুর্যোগপ্রবণ ৫১টি স্থানে রাস্তার ওপর পড়ে যাওয়া গাছ অপসারণ করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে ৪টি, চট্টগ্রাম বিভাগে ২৬ টি ও বরিশাল বিভাগে ২১টি স্থানে গাছ পড়ার ঘটনা ঘটে।

ভেঙে পড়া গাছ অপসারণে সাহায্য করে ফায়ার সার্ভিস

স্থানীয় ফায়ার স্টেশনগুলো এসব গাছ অপসারণ করে রাস্তায় যান চলাচলের উপযোগী করে তোলে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।