‘আমারে বাঁচান, ওরা অত্যাচার কইরা মাইরা ফালাইব’

'আমারে বাঁচান। আমারে ওরা অত্যাচার কইরা মাইরা ফালাইব। আমারে আপনারা বাইর কইরা নিয়া যান। নাইলে আমি নিজেই গলায় দড়ি দিমু।'

এমন তথ্য জানিয়ে ঢাকার ধানমন্ডি ১১ নম্বর রোডের একটি বাসা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করা হয়। সুমি নামে একজন গৃহকর্মী জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান। 

কল পেয়ে সংস্থাটি তাৎক্ষণিকভাবে ধানমন্ডি থানায় দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। পরে ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে সুমিকে (২০) উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর তাকে অভিভাবকের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়। এ বিষয়ে উদ্ধারকৃত গৃহকর্মী এবং তার বাবা-মা পরবর্তী আইনি পদক্ষেপ নিতে বা লিখিত অভিযোগে দিতে অনিচ্ছা প্রকাশ করেন। 

বুধবার (২২ নভেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ সংস্থার গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।