যুক্তরাষ্ট্র নিয়ে রাশিয়ার মন্তব্য ‘অনভিপ্রেত’

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিরোধী দলের নেতার বৈঠকের বিষয়ে সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্যকে ‘অনভিপ্রেত’ বলেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

রবিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাশিয়ার মন্তব্য এবং যুক্তরাষ্ট্রের প্রতিবাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেটি নিয়ে আমি বলতে পারি। কিন্তু তৃতীয় বা চতুর্থ দেশ– তারা তাদের মধ্যে কী আলোচনা করলো, এটা কী বলবো, বিষয়টা আমাদের জন্য অনভিপ্রেত।’

তিনি বলেন, ‘এর আগে চীনকেও দেখেছি আলোচনা করতে। আমরা তো কাউকে বলিনি মন্তব্য করতে। তারা যদি আমাদের বিষয়ে মন্তব্য করে সেটি আমাদের কাছে খুব একটা আকাঙ্ক্ষিত নয়।’

উল্লেখ্য, গত ২২ নভেম্বর মস্কোতে নিয়মিত সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সরকারের বিরুদ্ধে সমাবেশ করার জন্য অক্টোবরের শেষ দিকে উচ্চ পর্যায়ের একজন বিরোধী নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বৈঠক করেছিলেন বলে দাবি করেন। 

এদিকেগত ২৪ নভেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ওই বৈঠকে নির্বাচন নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি দুই দেশেরই নির্বাচন আছে সামনের বছরে জানিয়ে বলেন, ‘এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের দেশের জনগণই এবং আমাদের যে সাংবিধানিক প্রক্রিয়া আছে বা গণতান্ত্রিক প্রক্রিয়া আছে, সেই অনুযায়ী নির্বাচন হবে। আমাদের যে ভিশন আছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার, সে বিষয়ে তারা তাদের আস্থা দেখিয়েছে।’

প্রায় ৫০টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূতদের সঙ্গে দেখা করার বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে সেটি আমরা সবাইকে দিয়েছি। তারা বা তাদের দেশের কেউ যদি আগ্রহী হয়, তবে আমরা তাদের স্বাগত জানাবো।’

তিনি বলেন, ‘পি কে হালদারের বিষয়ে আমরা বলেছি। তারা জানিয়েছে এটি বিচারাধীন একটি বিষয়। তাকে ফেরত পাঠানোর আমাদের প্রস্তাব তাদের বিবেচনায় রয়েছে।’