বিএনপির ১১ নেতাকর্মীর আড়াই বছরের কারাদণ্ড

২০১৮ সালে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপির ১১ জন নেতাকর্মীর বিরুদ্ধে আড়াই বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

রবিবার (৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আরও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে প্রত্যেককে আরও তিন মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী গৌতম চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডিত আসামিরা হলেন—আতাউর রহমান, হেলাল ডালি, লালন বেপারী, বাবুল শেখ, মফিজুর রহমান, কাজী হজরত আলী, জাকির হোসেন বেপারী, জাকির হোসেন বাগমার, এরশাদ আলী খান, মইজুল ইসলাম দর্জি ও আলী মিয়া।

২০১৮ সালের সেপ্টেম্বরে ভাটারা থানাধীন এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ এসব মামলা দায়ের করে।

আরও পড়ুন:

বিএনপিতে সাজা আতঙ্ক