নাসুমকে চড়: হাথুরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

সদ্য সমাপ্ত বিশ্বকাপ চলাকালীন জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমদকে চড় মারার অভিযোগের তদন্ত চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুর রহমান এই নোটিশ প্রেরণ করেন। অ্যাডভোকেট নাহিদুর রহমানের পক্ষে নোটিশটি পাঠনো হয়েছে।

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছিল সেদিনই। সে ম্যাচে বিরতির সময় একাদশের বাইরে থাকা নাসুম আহমেদকে পানি নিয়ে মাঠে যেতে বলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সব কিছু গুছিয়ে পানি নিয়ে মাঠে যেতে নাসুম আহমেদের ৩০ সেকেন্ড দেরি হয়। এ কারণেই সেদিন তাকে চড় মারেন হাথুরু। দেশের প্রথম শ্রেণির একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

হাথুরুসিংহের এমন ব্যবহারে সেদিন নাসুম আহমেদ কান্নায় ভেঙে পড়েছিলেন বলেও জানানো হয় প্রতিবেদনে।

প্রধান কোচের এমন ব্যবহারের প্রতিবাদ জানিয়েছিলেন দলের ট্রেইনার এবং বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ম্যাচ শেষে ক্রিকেটাররাও এ ঘটনা জানতে পারেন।

এদিকে গায়ে হাত তোলায় সেদিন নাসুম উত্তেজিত হলে দুই সিনিয়র ক্রিকেটার তাকে শান্ত করেন। বোর্ড প্রেসিডেন্টকে জানাবেন বলেও আশ্বস্ত করেন। টেলিভিশন চ্যানেলে প্রকাশিত সেই প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখতে বোর্ড সভাপতিসহ আরও কয়েকজন পরিচালক কলকাতায় গেলে সেখানে নাজমুল হাসান পাপনকে ঘটনার কথা জানানো হয়। বিষয়টি জানতে পেরে হাথুরুসিংহকে আচরণ শুধরে নেওয়ার কথাও জানান বিসিবি সভাপতি।

নোটিশ পাওয়ার পর তদন্ত কমিটির মাধ্যমে চড় মারার ঘটনা প্রমাণিত হলে বিসিবিকে অভিযুক্ত জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।