বিএনপি নেতা আমীর খসরু-স্বপনের জামিন মেলেনি

বিএনপির ডাকা মহাসমাবেশের দিন সংঘর্ষ চলাকালে পুলিশ সদস্য নিহতের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের জামিনের আবেদন না মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালত এই আদেশ দেন।

সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল এ তথ্য জানান।

এদিন আসামিদের পক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ, হারুন অর রশীদ ভূঁইয়া, কালাম খান, শাকিল আহমেদ, রিপন প্রমুখ জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এই জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিনের আবেদন না মঞ্জুরের আদেশ দেন।

গত ৩ নভেম্বর আসামিদের ছয় দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। ৯ নভেম্বর রিমান্ড শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে আসামিরা কারাগারে রয়েছেন।

এর আগে, গত ২ নভেম্বর দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে আমীর খসরুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সময় গুলশানের আরেকটি বাসা থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেফতার করা হয়।