একুশে এক্সপ্রেসের তিনটি বাসে আগুন

রাজধানীর মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তর। বুধবার (৬ ডিসেম্বর) বিকাল ৪টা ৪৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। আগুনে দুটি বাস পুরোপুরি ও একটি আংশিক পুড়ে গেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা আনোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগরীর মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেস নামে বাসে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৫টা ২৬ মিনিটে আগুন সম্পূর্ণ নেভায় ফায়ার সার্ভিসের টিম ।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর জানাতে পারেননি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।