বিএনপির ৯ নেতাকর্মীর কারাদণ্ড

২০১৮ সালে রাজধানীর গুলশান থানার দায়ের করা নাশকতার মামলায় পৃথক দুই ধারায় বিএনপির ৯ নেতাকর্মীকে দুই বছর করে সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এই রায় ঘোষণা করেন। এছাড়া এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-মেহেদী বাপ্পি, মাইনুল হাসান মিশু, শরিফুল, জাকির হোসেন, মজিবুর রহমান, মামুন চৌধুরী, রুবেল হোসেন, আতিকুর রহমান ও বিল্লাল হোসেন।

রায়ে আসামিদের দণ্ডবিধির ১৪৩ ধারায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দণ্ডবিধির ১৪৭ ধারায় এক বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে আসামিদের বিরুদ্ধে গুলশান থানায় বেআইনি সমাবেশ ও দাঙ্গা সংঘটিত করার অভিযোগ মামলাটি দায়ের করে পুলিশ। এরপর পুলিশ আসামিদের বিরুদ্ধে তদন্ত করে চার্জশিট দাখিল করে।