কুয়াশায় ৭ ঘণ্টা বিমান চলাচল ব্যাহত

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ ঘণ্টা বিমান চলাচল ব্যাহত হয়েছে। এ সময় বিমানবন্দরে আসা ১৩টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে ভারতের কলকাতা, হায়দ্রাবাদ এবং চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানান, বুধবার রাত ২টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বিমান চলাচল করতে পারেনি। ৯টা ৪০ মিনিটের পর ফ্লাইট অবতরণ শুরু করে। এই সাত ঘণ্টায় ১৩টি যাত্রীবাহী ফ্লাইট ডাইভার্ট হয়।

বিমানবন্দর সূত্র জানায়, কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় যায়। ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, গুয়াঞ্জুসহ বেশ কয়েকটি ফ্লাইট অবতরণ করে সিলেট ও চট্টগ্রামে। রিয়াদ থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের (সাউদিয়া) ফ্লাইট হায়দ্রাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।