সকল অনিষ্ট ও অপকারিতা থেকে নিরাপদ থাকার আমল

নানা কারণে আমরা সবাই কমবেশি পেরেশান ও চিন্তিত। জিন-ভূতের ক্ষতিকর প্রভাবের মতো আমরা আমাদের চার পাশের দুষ্টু মানুষের অনিষ্ট ও অপকারিতাকেও বেশ ভয় পাই। দুষ্টু জিনেরা অদৃশ্য থেকে মানুষের ক্ষতি করে আর খারাপ মনের মানুষেরা নিজেদের আড়াল করে আমাদের সাফল্যকে বিনষ্ট করতে চায়; ব্যবসা, চাকরি-বাকরি, বিয়েশাদি ইত্যাদি দৈনন্দিন জীবনযাপনের গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর যাদুটোনার মাধ্যমে ক্ষতিসাধনের অপচেষ্টা করে তারা।

পাশাপাশি আমরা যেকোনও সময় যেকোনও ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীনও হতে পারি। এসব বিষয় থেকে নিরাপদ থাকতে রাসুল (সা.) আমাদের একটি সহজ আমল শিখিয়েছেন। আমরা যদি ইখলাসের সঙ্গে ও আন্তরিকভাবে আমলটি করতে পারি, আশা করি- আল্লাহতায়ালা আমাদের সব রকমের বালা-মসিবত এবং অনিষ্ট ও অপকারিতা থেকে নিরাপদ রাখবেন।

ওই আমলটি সম্পর্কে হজরত আব্দুল্লাহ বিন খুবাইব (রা.) বর্ণনা করেন, একদিন গভীর অন্ধকার রাতে বৃষ্টিপাতের মধ্যে আমরা রাসুল (সা.)-এর খোঁজে বের হলাম। খুঁজতে খুঁজতে তাঁকে পেলামও। তখন তিনি ইরশাদ করলেন (হে আব্দুল্লাহ!) তুমি পড়ো। আমি বললাম, কী পড়বো? রাসুল (সা.) বললেন, প্রতিদিন সকাল-সন্ধ্যা সুরা ইখলাস, সুরা ফালাক্ব, সুরা নাস প্রতিটি তিনবার করে পড়ো। তাহলে সব বিষয়ের ক্ষেত্রে এটি তোমার জন্য যথেষ্ঠ হবে। (মেশকাত, পৃষ্ঠা: ১৮৮)

বিখ্যাত মুহাদ্দিস হজরত মোল্লা আলি কারী (রহ.) এর ব্যাখ্যায় লিখেছেন, আল্লামা ত্বীবি (রহ.) বলেন, ‘সব বিষয়ে যথেষ্ঠ হবে’- কথাটির দুইটি অর্থ হতে পারে; ১. সকল অনিষ্টকারীর সব রকমের অনিষ্ট থেকে হেফাজতের জন্য এটিই যথেষ্ট রক্ষাকবচ। ২. যেকোনও অনিষ্ট ও ক্ষতি থেকে হেফাজতের জন্য এ আমলটিই যথেষ্ট, এটি পড়লে আর কোনও অজিফা, দোয়া ও আমল করার দরকার থাকে না। (মেরকাত-চতুর্থ খণ্ড, পৃষ্ঠা: ৩৭০)

লেখক: গণমাধ্যমকর্মী; শিক্ষক, মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ, ঢাকা।