বেনাপোল এক্সপ্রেসে আগুন: ৭ সদস্যের তদন্ত কমিটি রেলওয়ের

বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী তিন কর্মদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) রাতে রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবিরকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন (ছবি: নাসিরুল ইসলাম)

উল্লেখ্য, যশোরের বেনাপোল থেকে ঢাকায় আসছিল ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি। দুপুর পৌনে ১টার দিকে যশোরের বেনাপোল স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এই ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। প্রায় সোয়া ১ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ট্রেন থেকে দগ্ধ চার জনের লাশ উদ্ধার করা হয়।