৪৩তম বিসিএস নন ক্যাডারের ফলাফল বাতিলের দাবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) নানা চড়াই উৎরাই পেরিয়ে ৪২টি বিসিএস শেষ করতে পারলেও ৪৩তম বিসিএস এ এসে নানা প্রতিবন্ধকতা তৈরি করছে শিক্ষার্থীদের ওপর। তাই নতুন পদ্ধতিতে সদ্য প্রকাশিত ৪৩তম বিসিএস’র নন-ক্যাডার ফলাফল বাতিলের দাবি জানিয়েছে ৪৩ তম বিসিএস নন ক্যাডারের ফলপ্রত্যাশীরা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

সংবাদ সম্মেলনে ফলপ্রত্যাশীরা বলেন, বিসিএস ৪৩তম পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ নন ক্যাডার চাকরি প্রার্থীরা চরম বৈষম্যের শিকার হচ্ছে। ৪৩তম বিসিএস এ ১৩৪২টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও সুপারিশ করা হয়েছে মাত্র ৬৪২টি পদে। এছাড়াও শ্রম অধিদফতরের ৯ম গ্রেডের সহ-পরিচালক ১৪টি পদ, ১১তম গ্রেডের জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা ৬টি পদ, ১২তম গ্রেডের শ্রম কর্মকর্তা ৫টি পদ এবং অর্থ বিভাগের এসএএস সুপারিনটেনডেন্ট ২৯টি পদ অর্থাৎ মোট ৫৪টি পদ ৪৩তম বিসিএস থেকে প্রত্যাহার করে নিয়ে আমাদের সঙ্গে চরম প্রহসন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মে ২০২৩ এ প্রকাশিত সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২২ এর তথ্যমতে বিসিএস এর মাধ্যমে পূরণযোগ্য প্রায় লক্ষাধিক পদ খালি আছে। আমরা মনে করি আমাদের সঙ্গে এ বৈষম্যের পেছনে সৎ ইচ্ছা, আন্তরিকতার অভাব, ও আমলাতান্ত্রিক জটিলতাই দায়ী। অথচ বিপিএসসির ৪১তম বিসিএস এর নন ক্যাডার রেজাল্ট দিয়ে স্বল্পতম সময়ে ৪৩তম বিসিএস এর ক্যাডার ও নন ক্যাডার রেজাল্ট যদি একত্রে না দিত এবং অন্তত ৩ মাস সময় নিয়ে ৪৩তম বিসিএস’র নন ক্যাডার রেজাল্ট দিত তাহলে আমরা মনে করি ৩৮, ৪০ ও ৪১তম বিসিএস এর মতো আমরাও অধিক সংখ্যাক নিয়োগ পেতাম।

তারা আরও বলেন, এখন এই ৪৩তম বিসিএস এর নন-ক্যাডার প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করা এবং ফলাফল প্রকাশের আগেই নন ক্যাডার প্রার্থীদের পছন্দক্রম আহ্বান করা সংশ্লিষ্ট নন ক্যাডার নিয়োগ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এটি অনাকাঙ্কিত এবং দুঃখজনক। দীর্ঘ প্রক্রিয়া শেষে মেধাবী হাজার হাজার উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিষয়টি স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করা বিএসসির সাংবিধানিক দায়িত্ব। তাই আমরা আশা করি আগামী তিন কার্য দিবসের মধ্যেই ৪৩তম বিসিএস নন ক্যাডারের ফলাফল বাতিল করে ৪৩তম বিসিএস নন ক্যাডার প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করবেন। পাশাপশি ৪৪তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত শূন্য হওয়া নন ক্যাডার পদে ৪৩তম বিসিএস নন ক্যাডারদের সুপারিশ অব্যাহত রাখবেন। এখন এই দাবিগুলো যদি মানা না হয় নোটিশকারীদের পক্ষে দ্রুতই উপযুক্ত আদালতে ন্যায়বিচার চেয়ে আবেদন করা হবে বলে জানান তারা।

সংবাদ সম্মেলনে ৪৩তম বিসিএস নন ক্যাডার ফল প্রত্যাশী মারুফ হোসেনের সভাপতিত্বে আরও ছিলেন, হাসান আজিজুল, ফারুকুল ইসলাম, মনির হোসেন প্রমুখ।