রাত পর্যন্ত মেট্রোরেলে চড়তে হলে থাকতে হবে নিজস্ব পাস

উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল অংশে শনিবার (২০ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। উত্তরা থেকে প্রথম ট্রেনটি সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪০ মিনিটে।

তবে স্টেশন থেকে একক যাত্রার টিকিট কেটে যারা যাতায়াত করবেন তারা সকাল ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন। এর বাইরে অতিরিক্ত সময়ে চলতে হলে থাকতে হবে এমআরটি বা র‍্যাপিড পাস।

মেট্রোরেলের সময়সূচি অনুযায়ী সকাল ৭টা ১০ মিনিটে এবং ৭টা ২০ মিনিটে দুটি মেট্রো ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে। মেট্রো ট্রেন দুটি সকল স্টেশনে থামবে এবং এগুলোতে শুধু এমআরটি ব্যবহার করে ভ্রমণ করা যাবে। পরে সকাল সাড়ে ৭টা থেকে একক টিকিট ক্রয় করে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। রাত ৮টার পর আর একক টিকিট ক্রয় করে যাতায়াত করা যাবে না। কেননা, রাত পৌনে ৮টার পর সকল টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়।

তবে রাত ৮টার পর ১০ মিনিট অন্তর অন্তর রাত ৮টা ১০ মিনিট থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত চারটি মেট্রো ট্রেন মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত চলবে। এবং শেষ চার মেট্রোরেলে কেবল এমআরটি এবং র‍্যাপিড পাসধারীরা চলাচল করতে পারবে।

এমআরটি পাস মেট্রোরেলের যেকোনও স্টেশন থেকে ক্রয় করা যাবে। আর র‍্যাপিড পাস ডাচ বাংলা ব্যাংক এবং মেট্রোরেলের নিচে অস্থায়ী বিক্রয়কেন্দ্র থেকে ক্রয় করা যাবে।

এ ছাড়া পিক আওয়ারে (সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট এবং বিকাল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা) ১০ মিনিট পর পর মেট্রো ট্রেন স্টেশনে থামবে। অফ পিক আওয়ারে (বেলা সাড়ে ১১টা থেকে ৪টা পর্যন্ত) ১২ মিনিট পর পর মেট্রো ট্রেন স্টেশনে থামবে।