বইয়ের আত্মপ্রকাশকে ঘিরে কবি-সাহিত্যিকদের মিলনমেলা

একটি বইয়ের আত্মপ্রকাশকে ঘিরে অনুষ্ঠিত হয়ে গেলো কবি-সাহিত্যিকদের মিলনমেলা। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বসে এক জমজমাট আড্ডা। কবিতার বই ‘নীল ভাঁটফুল’-এর আত্মপ্রকাশকে কেন্দ্র করে এই আড্ডার আয়োজন করে ওয়েবজিন ‘পরস্পর’।

কবি হোসেন দেলওয়ারের লেখা এই বইয়ের প্রকাশক হানিফ রাশেদীন ও প্রকাশনা সংস্থা প্রতিকথা।

কবি রকিব লিখনের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ‘ফুলের আদলে ফুটে আছে তোমার বিরহ’ নামে একটি গ্রন্থের ওপর শুরুতেই প্রদর্শিত হয় একটি ভিডিও প্রেজেস্টেশন। সেখানে বইটি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন পশ্চিম বাংলার কবি গৌতম চৌধুরী ও সৌম্য দাশগুপ্ত, বাংলাদেশের কবি ফরিদ কবির, কবি জুয়েল মাজহার, কবি ও প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন, কবি ও প্রাবন্ধিক সোহেল হাসান গালিব। 

কবিতাপাঠের নিয়মিত বিরতিতে চলে বই নিয়ে আলোচনা। এতে অংশ নেন কবি চঞ্চল আশরাফ, গল্পকার মণিকা চক্রবর্তী, কবি তুষার কবির ও কবি সোহেল হাসান গালিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি জুয়েল মাজহার। উপস্থাপক হিসেবে ছিলেন মোক্তার হোসেন ও পারভিন মিনু।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কবি হোসেন দেলওয়ারের ‘ভাইফোঁটা’ নামের একটি কবিতার সাঙ্গীতিক পরিবেশনা উপস্থাপিত হয়। কবিতাটিতে সুর দিয়েছেন কবি ও গল্পকার মোক্তার হোসেন। কণ্ঠ ও সঙ্গীত আয়োজনে ছিলেন মামুনুর রশীদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি শামস আল মমীন, কবি আব্দুর রাজ্জাক, কবি বিনয় বর্মণ, কবি সুমী সিকান্দার, কবি ফরিদ সিফাতুল্লাহ, কবি আহসান হাবীব, কবি তিথি আফরোজ, কবি অনিরুদ্ধ দিলওয়ার, কবি ঋজু রেজওয়ান, কবি হিম ঋতব্রত, গল্পকার ষড়ৈশ্বর্য মুহম্মদ প্রমুখ।