বিচারপতি ইমান আলী লন্ডনে চিকিৎসকদের ‌নি‌বিড় পর্যবেক্ষ‌ণে

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী এখ‌নও হাসপাত‌া‌লে চি‌কিৎসকদের ‌নি‌বিড় পর্যবেক্ষ‌ণে র‌য়ে‌ছেন। ইমান আলীর কন‌্যা ব্যারিস্টার নাজরানা ইমান সোমবার (২২ জানুয়ারি) এ প্রতি‌বেদক‌কে ব‌লেন, উনা‌কে এখ‌নও নি‌বিড় পর্যবেক্ষ‌ণে রাখা হ‌য়ে‌ছে। পর্যবেক্ষণের পর ডাক্তাররা পরবর্তী পদক্ষেপ আমা‌দের জানা‌বেন।

বিচারপতি মোহাম্মদ ইমান আলীর জন্ম ১৯৫৬ সালের ১ জানুয়ারি। তিনি আইনে সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পর ব্যারিস্টার অ্যাট ল করেন। তিনি ১৯৭৯ সালের ২১ জুন জেলা আদালত, ১৯৮২ সালের ১১ মে হাইকোর্ট বিভাগ ও ১৯৯৫ সালের ২১ আগস্ট আপিল বিভাগের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

পরবর্তীকালে ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর একই বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে তিনি নিয়োগ পান।

২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ ইমান আলী। ২০২২ সা‌লের ডিসেম্বরে অবস‌রের পর থে‌কে তি‌নি লন্ড‌নেই বসবাস কর‌ছি‌লেন।