ইউএস-বাংলার বহরে নতুন উড়োজাহাজ

বেসরকারি এয়ারলাইন ইউএস-বাংলার বহরে যুক্ত হয়েছে ২১তম উড়োজাহাজ। এটি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ মডেলের। এ নিয়ে এয়ারলাইনটির বহরে এটিআর ৭২-৬০০ উড়োজাহাজের সংখ্যা হলো ১০।

শনিবার (৩ ফেব্রুয়ারি)  বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন  উড়োজাহাজটি অবতরণ করে।

আনুষ্ঠানিকভাবে এটি গ্রহণ করেন ইউএস-বাংলার চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান। আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার আগে নবসংযোজিত উড়োজাহাজটিকে বিমানবন্দরে ওয়াটার ক্যানন প্রদান করা হয়। এয়ারবাস ও এটিআর কোম্পানির যৌথ সমন্বয়ে ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ উড়োজাহাজটি  তৈরি করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৮৩ কোটি টাকা। নিজস্ব অর্থায়নে ক্রয় করা নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০সহ মোট ২১টি বিমান রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের। এর মধ্যে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ বিমান।নবসংযোজিত উড়োজাহাজটিকে বিমানবন্দরে ওয়াটার ক্যানন প্রদান করা হয়

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, ২০১৪ সালের ১৭ জুলাই দু’টি ড্যাশ৮-কিউ৪০০ উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু করে ইউএস বাংলা। আগামী ৩ মাসের মধ্যে ইউএস-বাংলার বহরে দুইটি এয়ারবাস ৩৩০ বিমান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নতুন এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি ফ্রান্সের ব্লাগনাক এয়ারপোর্ট থেকে মিশরের কায়রো হয়ে দুবাই থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটে মোট ৭৮টি আসন রয়েছে। যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন অভ্যন্তরীণ রুট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করা হবে।