আরও তিন মামলায় মির্জা আব্বাসের জামিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে রাজধানীর শাহজাহানপুর, পল্টন ও রমনা মডেল থানার আলাদা তিন মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত দশ হাজার টাকার মুচলেকায় এই আদেশ দেন।

মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে এই তিন মামলায় জামিন চেয়ে আমরা শুনানি করি। আদালত আগামীকাল বুধবার জামিন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন, পরে আবারও আমরা আদালতকে ম্যানশন করে আজকের মধ্যে জামিন শুনানি করার অনুরোধ করি। পরে শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেন।

মির্জা আব্বাস এখন পর্যন্ত ৯ মামলায় জামিন পেয়েছেন। আরও দুই মামলায় জামিন পেলে তিনি কারামুক্ত হতে পারবেন বলে আশা করেন এই আইনজীবী।

গত ৫ ফেব্রুয়ারি পল্টন থানার চার মামলায় এবং রমনা থানার দুই মামলায় জামিন পান বিএনপির এই নেতা।

গত ৩১ অক্টোবর রাতে নাশকতার এক মামলায় ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছে।