গভীর সমুদ্র থেকে উদ্ধার ৪ জেলে, এখনও নিখোঁজ ১

মাছ ধরার উদ্দেশে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যান জেলেরা। নৌকার তলা ফেটে দুর্ঘটনায় পড়েন ১৬ জেলে। তাদের মধ্যে ১১ জন পাশের নৌকায় উঠতে পারলেও চার জেলে ছিলেন নিখোঁজ। তাদের উদ্ধার করে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করে বাংলাদেশ নৌবাহিনী।

বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, গত ১৪ ফেব্রুয়ারি সিঙ্গাপুরগামী একটি বাণিজ্যিক জাহাজ গভীর সমুদ্র থেকে ভাসমান অবস্থায় চার জেলেকে উদ্ধার করে। পরে তারা বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করে।

খবর পেয়ে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’ উপকূল থেকে প্রায় ১৩২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে থাকা সিঙ্গাপুরগামী বাণিজ্যিক জাহাজ থেকে তাদের গ্রহণ করে।

উদ্ধারের পর প্রয়োজনীয় চিকিৎসা, খাবার ও অন্যান্য সহযোগিতা দিয়ে চার জেলেকে কক্সবাজারের ইনানীতে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করে। প্রশাসন স্বজনদের কাছে তাদের ফিরিয়ে দেয়।

আইএসপিআর আরও জানায়, গত ৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ৬ নম্বর ঘাট থেকে মাছ ধরার উদ্দেশে ফিশিং ভেসেলে করে সমুদ্রে যান জেলেরা। ৯ ফেব্রুয়ারি রাতে বোটের তলা ফেটে দুর্ঘটনায় পড়েন তারা। বোটে থাকা ১৬ জেলের মধ্যে ১১ জন সমুদ্রে ঝাঁপ দিয়ে পাশের ফিশিং বোটে উঠতে পারেন।

বাকি পাঁচ জনের মধ্যে মো. ইউনুস (৪০), মোহাম্মদ হোসেন (৩৭), মো. আবু বকর সিদ্দিক (৪০) এবং নূর মোহাম্মদকে (৩৩) উদ্ধার করা হয়। একজন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। তারা সবাই কক্সবাজারের স্থানীয় বাসিন্দা।