শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানালেন বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়সহ সর্বস্তরের জনগণ। বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে তারা শ্রদ্ধা জানান।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশের প্রথম প্রহরে ভাষার জন্য আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় এক মিনিট নিরবতা পালন করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে শিশুরা ছবি: নাসিরুল ইসলাম

পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, জাতীয় সংসদের হুইপরা, প্রধান বিচারপতি ওবায়দুল হকের নেতৃত্বে হাইকোর্টের বিচারপতিরা, মন্ত্রিপরিষদের সদস্যরা, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এম এম শফিউদ্দিন আহমদ, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ মো. আবদুল হান্নান, নৌবাহিনী প্রধান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চিফ শ্রদ্ধা জানান।

ছবি: নাসিরুল ইসলাম

ব্যক্তি পর্যায়ে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছন মাহমুদ, সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, বিভিন্ন মিশনের কূটনীতিকরা, ঢাকা মহানগর উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, বাংলাদেশ নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

ছবি: নাসিরুল ইসলাম

এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে উপ-উপাচার্য (প্রসাশন) ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) ড. শীতেশ চন্দ্র বাছারসহ আরও অনেকে।

ছবি: নাসিরুল ইসলাম

সাংগঠনিক পর্যায়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মেডিক্যাল কলেজ, বাংলাদেশ মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন, গণতন্ত্র পার্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সিন্ডিকেটের সদস্যরা, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতিসহ বিভিন্ন সংগঠন।

ছবি: নাসিরুল ইসলাম