খতনা করাতে গিয়ে আরেক শিশুর মৃত্যু: দুই চিকিৎসক আটক

রাজধানীর মালিবাগের একটি ডায়াগনস্টিক সেন্টারে সুন্নতে খতনা করাতে গিয়ে আহনাফ তাহমিদ আয়হাম (১০) নামে আরেক শিশুর মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসককে আটক করেছে পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সুজন। আটক দুই চিকিৎসক হলেন এস এম মুক্তাদির ও মাহবুব।

শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় দেওয়া অভিযোগে বলা হয়, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আহনাফকে মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল চেকআপ সেন্টারে ভর্তি করানো হয়। খতনা করার আগে অ্যানেসথেসিয়া দেওয়ার পর তার আর জ্ঞান ফেরেনি। ‘লোকাল অ্যানেসথেসিয়া’ (শরীরের নির্দিষ্ট অংশ অবশ করা) দেওয়ার কথা থাকলেও ‘ফুল অ্যানেসথেসিয়া’ (পুরোপুরি অচেতন করা) দেওয়া হয় আহনাফকে। পরে ঘণ্টাখানেকের মধ্যে তাকে মৃত ঘোষণা করা হয়। 

আহনাফের বাবা ফখরুল আলম সাংবাদিকদের বলেন, অ্যানেসথেসিয়া দিতে নিষেধ করার পরও সেটি শরীরে পুশ করেন ডা. মুক্তাদির। তার অভিযোগ, এই মৃত্যুর দায় মুক্তাদিরসহ হাসপাতাল কর্তৃপক্ষের। এ ঘটনায় তিনি হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এর আগে গত ৩১ ডিসেম্বর রাজধানীর সাতারকুলে ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে খতনা করাতে এসে আরেক শিশুর মৃত্যু হয়। সেদিন খতনা করানোর জন্য শিশু আয়ান আহমেদকে সকাল ৯টার দিকে পুরোপুরি অজ্ঞান করা হয়। খতনা করার পর সকাল ১১টায় পর্যন্ত জ্ঞান না ফিরলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে এনে লাইফসাপোর্টে রাখা হয় আয়ানকে। পরে সেখানে তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া এলাকার মো. শামীম আহমেদের ছেলে আয়ানের বয়স পাঁচ বছর ৯ মাস। এ ঘটনায় ‘ভুল চিকিৎসার’ অভিযোগ এনে রাজধানীর বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেছেন আয়ানের বাবা।