সরেজমিন প্রতিবেদন সংকলন ‘রোহিঙ্গা: ক্যাম্পের ভেতর-বাহির’

মেলায় এসেছে সাংবাদিক ও লেখক উদিসা ইসলামের সরেজমিন প্রতিবেদন সংকলন ‘রোহিঙ্গা: ক্যাম্পের ভেতর- বাহির।’

২০১৭ সালের আগস্ট মাসে গণহত্যা থেকে পরিত্রাণ পেতে মিয়ানমার থেকে পালিয়ে এসে প্রায় সাত লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে প্রবেশ করে। কক্সবাজারের টেকনাফ ও উখিয়াজুড়ে তাদের জন্য সরকারি উদ্যোগে ক্যাম্প স্থাপন করা হয়। গত সাত বছর ধরে সেখানে যে হাজারো গল্প লুকিয়ে আছে, ক্যাম্পগুলো সরেজমিন করে সেসব অজানা উপাখ্যান এক মলাটে সংকলিত করেছেন সাংবাদিক উদিসা ইসলাম। নাম দিয়েছেন ‘রোহিঙ্গা: ক্যাম্পের ভেতর- বাহির।’

বইটি সম্পর্কে লেখক বলেন, ‘বেশিরভাগ কথা বাইরে থেকে জানার সুযোগ হয়নি আমাদের। ২০২২-২৩ সালজুড়ে সেই গল্প খুঁজেছি। ক্যাম্পে গিয়ে উঠান বৈঠক করে, একান্তে বসে, এক মানুষের কাছে একাধিকবার গিয়ে জানতে চাওয়া হয়েছে— তাদের স্বপ্ন কী ছিল, তারা এখনও স্বপ্ন দেখেন কিনা।’

তিনি আরও বলেন, ‘প্রাণের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া ও তাদের দেখভালের আয়োজন করে বাংলাদেশ এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে বটে। কিন্তু নিজ মাটিতে ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সমাজের যা করণীয় ছিল, তা করা যায়নি। রোহিঙ্গাদের নিজ চোখে দেখা গণহত্যার অভিজ্ঞতা, প্রাণভয়ে পালিয়ে বাঁচার লড়াই, ফেলে আসা স্মৃতি, আর বর্তমানে ক্যাম্পের জীবনযাপন নিয়ে বইটি। আশা করি, পাঠক নতুন কিছু জানতে পারবেন।’

বইটি প্রকাশ করেছে বিশ্বসাহিত্য ভবন। মূল্য ৩০০ টাকা।