প্রাণিসম্পদ অধিদফতরে নতুন ডিজি

ডা. মো. রেয়াজুল হককে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি এ পদে চলতি দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) তাকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

প্রণিসম্পদ অধিদফরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) থাকা ডা. এমদাদুল হক তালুকদার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। তাই নতুন ডিজি নিয়োগ দেওয়া হলো।

রেয়াজুল হক ১৯৯৩ সালে বিসিএস পশুসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। তিনি এর আগে ডিপিসির মাধ্যমে এবং সর্বশেষ সুপ্রিরিয়র সিলেকশন বোর্ডের মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে প্রাণিসম্পদ অধিদফরের পরিচালক (প্রশাসন) পদের দায়িত্ব পালন করেন।