ঢাকায় বিমসটেকের ফ্যাকাল্টিজ এক্সচেঞ্জ প্রোগ্রাম উদ্বোধন

বিমসটেকের সদস্য দেশগুলোর ফরেন সার্ভিস অ্যাকাডেমির অংশগ্রহণে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী ‘ফ্যাকাল্টিজ এক্সচেঞ্জ প্রোগ্রাম’ রবিবার (৩ মার্চ) ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে শুরু হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশফী বিনতে শামস, বিমসটেক সচিবালয়ের পরিচালক মাহিশিনি কোলন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক উইংয়ের মহাপরিচালক রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার বক্তৃতা করেন। বিমসটেকের ৭টি দেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমির ১৩ জন ফ্যাকাল্টি এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা  হয়,  ৩  থেকে ৭ মার্চ পর্যন্ত পাঁচ দিনব্যাপী প্রোগ্রামে বিমসটেকের সদস্য দেশের ফরেন সার্ভিস  প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মাঝে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে প্রস্তাব উপস্থাপন করা হবে।

২০২২ সালের মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে প্রথমবারের মতো এ ধরনের কর্মসূচির আয়োজন করা হলো।

সমঝোতা স্মারকের আওতায় সদস্য দেশগুলোর ফরেন সার্ভিস অ্যাকাডেমির প্রশিক্ষণ সক্ষমতা বাড়ানোর  অংশ হিসেবে দেশগুলোর কর্মকর্তাদের অংশগ্রহণে শর্ট কোর্স আয়োজনসহ সামগ্রিক সহযোগিতা বাড়াতে দেশগুলো কাজ করবে।