পল্লবী থেকে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল রবিবার (৩ মার্চ) রাতে রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। দুজনের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম জে সোহেল জানান, জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীসহ ডাকাতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে র‌্যাব। তারাই ধারাবাহিকতায় রবিবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১০ এর একটি দল পল্লবী এলাকায় অভিযান চালায়। ওই অভিযানে বরিশাল জেলার কাজিরহাট থানার হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়। আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিরা হচ্ছে— মো. রাকিব মৃধা (২৮) ও মো. রাজিব মৃধা (২২)। তারা দুজন সহোদর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র‌্যাবের কাছে স্বীকার করেছে যে, মামলার পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তারা আত্মগোপনে ছিল।