স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার জন্য রাস্তায় দাঁড়াতে হবে: ছাত্র ফেডারেশন

গত বছরের ৭ নভেম্বর রাজধানীর নিউ ইস্কাটনে সড়ক দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসাধারণ সম্পাদক সৌভিক করিম। তাদের মৃত্যুর চার মাস পূতি হয়েছে আজ বৃহস্পতিবার (৭ মার্চ)। দিনটিকে স্মরণ করে সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিতে ঢাকা মহানগর ছাত্র ফেডারেশন সেই দুর্ঘটনাস্থলে চিত্র প্রদর্শনী ও মোমবাতি প্রজ্বালন করে।

এ সময় গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া বলেন, সম্প্রতি বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধশত মানুষ মৃত্যুবরণ করেছেন। ঘটনা ঘটার পর আমরা জানতে পারছি যে ফায়ার সার্ভিস ভবন কর্তৃপক্ষকে তিনবার চিঠি দিয়েছিল কিন্তু কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। এখন তারা সক্রিয় হয়েছে। আসলে এই সরকার জনগণের জীবনের নিরাপত্তা নিয়ে ভাবে না। তাই তাদের কানে যদি কথা ঢোকাতে হয়; আমাদের আরও সক্রিয় হতে হবে, সংগঠিত হতে হবে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, গত বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৮ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। এর মধ্যে আমাদের অনেক সহযোদ্ধা বন্ধুও রয়েছেন। বর্তমান সরকারের ১৫ বছরের এই অবৈধ শাসনামলে তারা যে উন্নয়নের ভেলকিবাজি আমাদের শোনায়, তার বড় অংশজুড়ে রয়েছে বড় সেতু, সড়ক-মহাসড়ক। কিন্তু এসব সড়কে যে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, মানুষ প্রিয়জন হারাচ্ছে, তা বন্ধে কোনও কার্যকর ব্যবস্থা নেয় না। তাই নিপীড়ন যতই আসুক, আমাদের রাস্তায় দাঁড়াতে হবে। আমাদের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার জন্যই রাস্তায় দাঁড়াতে হবে; লড়াই করতে হবে।

এ সময় চিত্র প্রদর্শনী ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি আল-আমিন রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুসরাত হকের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ যুব ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক এম এইচ রিয়াদসহ আরও অনেকে।