‘নারীর মন তার অধিকার’ বৈঠকি শুরু

নারী দিবসের বিশেষ আলোচনা সভা ‘নারীর মন তার অধিকার’ শীর্ষক বৈঠকি শুরু হয়েছে। শনিবার (৯ মার্চ) বিকাল ৫টা ২০ মিনিটে বাংলা ট্রিবিউনের নিয়মিত এই আয়োজন শুরু হয়।

ইউনিমেড-ইউনিহেল্থ ফার্মার সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হচ্ছে।

এটিএন নিউজের বার্তাপ্রধান প্রভাষ আমিনের সঞ্চালনায় বৈঠকিতে অতিথি হিসেবে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন, বন্ধ্যাত্ব ও গাইনি বিশেষজ্ঞ এবং ল্যাপ্রোসকপি সার্জন ডা. হাসনা হোসেন আখী।

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ।