খাদ্য নিরাপত্তা বিষয়ে নীতিনির্ধারণী কর্মশালা

‘খাদ্য নিরাপত্তা, অর্থনীতি ও মানুষের জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক এক নীতিনির্ধারণী কর্মশালা রাজধানীর ‘বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মার্চ) আয়োজিত এই কর্মশালাটি যুক্তরাষ্ট্রের স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এতে সভাপতিত্ব করেন। বাংলাদেশ কৃষি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারকরা কর্মশালায় উপস্থিত ছিলেন। বরেন্দ্র অঞ্চলের কৃষির বর্তমান অবস্থা ও করণীয় সম্পর্কে এতে বিশদ আলোচনা করা হয়।

বাকৃবির মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদীন ও স্যালফোর্ড-এর অধ্যাপক বিঙ্গুনাথ ইনিগিরিগে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাকৃবির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া।

বারি, বিনা, আইআরআরআই, ফাও, আইডিএফসি, এসআরডিআই, বিআরআরআই, ডিআইই, বার্ক এবং আইএনজিও’র প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।