রমজানে ছাঁটাই বন্ধসহ ১৫ দাবি রেস্তোরাঁ শ্রমিকদের

রমজান মাসে শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ করাসহ ১৫ দফা দাবি জানিয়েছে ঢাকা মহানগর হোটেল রেস্তোঁরা শ্রমিক লীগ।

সোমবার (১১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর হোটেল রেস্তোঁরা শ্রমিক লীগ আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান তারা।

শ্রমিকদের ১৫ দফা দাবিগুলো হলো—

১. রমজান মাসে শ্রমিক ছাটাই নির্যাতন বন্ধ করতে হবে। রোজার মধ্যে প্রতিষ্ঠান বন্ধ রাখলে, রমজানের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে।

২. সব হোটেল, রেস্টুরেন্ট, সুইটমিট, বেকারির শ্রমিক- কর্মচারীদের নিয়োগপত্র দিতে হবে।

৩. সব শ্রমিক-কর্মচারীকে মালিকের সই করা পরিচয়পত্র ও সার্ভিসবুক দিতে হবে।

৪. সব শ্রমিক কর্মচারীকে আইন অনুযায়ী সপ্তাহে দেড় দিন ছুটি দিতে হবে।

৫. প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

৬. শ্রমিক কর্মচারীদেরকে প্রতি বছর ২টি ঈদ বোনাস প্রদান করতে হবে।

৭. শ্রমিক কর্মচারীদেরকে অতিরিক্ত কাজের জন্য ওভার টাইম দিতে হবে।

৮. কোনও শ্রমিক কর্মচারী অবসরে গেলে শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ ও পেনশনের ব্যবস্থা চালু করতে হবে।

৯. শ্রমিক-কর্মচারীকে কর্মরত অবস্থায় অসুস্থতার সময় চিকিৎসার ব্যয়ভার মালিক কর্তৃপক্ষকে বহন করতে হবে।

১০. চাকরির নিশ্চয়তা দিতে হবে।

১১. নিম্নতম মজুরি ২০ হাজার টাকা করতে হবে।

১২. শ্রমিকদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করতে হবে।

১৩. কর্মরত অবস্থায় কোনও শ্রমিক মারা গেলে ক্ষতি পূরণ দিতে হবে।

১৪. কর্মরত অবস্থায় নারী শ্রমিকদের মাতৃত্বকালীন স্ববেতনে ছুটি দিতে হবে।

১৫. সব হোটেল, রেস্টুরেন্ট, সুইটমিট, বেকারির শ্রমিকদের শ্রম আইনের আওতায় এনে তাদের দাবি দাওয়া বাস্তবায়ন করতে হবে।