মাদক মামলায় ২৫ জনের জামিন চেম্বার আদালতে স্থগিত

মাদকদ্রব্য পাচারের (হেরোইন) অভিযোগে বিভিন্ন জেলায় করা পৃথক মামলায় নাটোরের শাহাদাত আলী ও নারায়ণগঞ্জের ডেমরার খুদেজা বেগম ওরফে খুদিসহ ১৫ জনকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৪ মার্চ) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

পরে তিনি বলেন, মাদকের মামলায় এভাবে ঢালাও জামিন দিয়ে বিচারিক মন প্রয়োগ করেননি ওই বিচারক। ২৫ জনকে জামিন দেওয়া হয়েছে। তাদের মধ্যে গত ১৪ মার্চ ১৩ জনকে ও আজ ১২ জনের জামিন স্থগিত করেছেন আদালত।

এর আগে গত ১১ ও ১২ মার্চ মাদকের পৃথক মামলায় ২৫ জনকে জামিন দেন হাইকোর্টের একটি বেঞ্চ। পরে এই জামিন আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

জানা গেছে, মাদকদ্রব্য হেরোইন ২৫ গ্রাম কারও কাছে পাওয়া গেলে তাকে মৃত্যুদণ্ড (ফাঁসি) অথবা যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের কথা বলা হলেও এক কেজির বেশি হেরোইনের মামলার আসামিকে গত ১১ মার্চ জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ।

এভাবে বিভিন্ন মামলায় নাটোর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, কক্সবাজার ও রাজশাহীর জেলার পৃথক মাদক মামলায় ১১ ও ১২ মার্চ ২৫ জন আসামির জামিন দেন হাইকোর্ট।

পরে রাষ্ট্রপক্ষ থেকে সেসব জামিন স্থগিত চেয়ে চেম্বার জজ আদারতে আবেদন জানানো হয়।