দিনাজপুরে সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান

বিভিন্ন অভিযোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলা সেটেলমেন্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। দুদকের স্থানীয় এনফোর্সমেন্ট বৃহস্পতিবার (১৪ মার্চ) এ অভিযান চালায়।

দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুদকের দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয় থেকে একটি অভিযান এবং প্রধান কার্যালয় থেকে চারটি দফতরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়।

আকতারুল ইসলাম জানান, দিনাজপুরের হাকিমপুর উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে রেকর্ড সংশোধন করতে ঘুষ দাবির অভিযোগ পাওয়ার পর দুদকের জেলা কার্যালয় থেকে বৃহস্পতিবার একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক সদস্যরা সরেজমিনে পরিদর্শন করেন এবং অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেন। অভিযোগের বিষয়ে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করা হয়। সরেজমিনে পরিদর্শন ও রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে প্রতীয়মান হয়। এনফোর্সমেন্ট টিম সংগৃহীত তথ্য যাচাই করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।