‘গুলশান লেক থেকে কোটি কোটি মশা বেরিয়ে গেছে’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, মশা নিধনে উত্তর সিটি করপোরেশন কাজ চালিয়ে যাচ্ছে। গুলশান লেক যখন প্রথম পরিষ্কার করি তখন কোটি কোটি মশা বেরিয়ে গেছে। মঙ্গলবার (১৯ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে করণীয় নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর তিনি এসব কথা বলেন। 

আতিকুল ইসলাম বলেন, আগামীকাল যাবো আমি উত্তরায় রাজউকের প্রত্যেকটি খাল পরিষ্কার করার জন্য। রাজউককে একশ এক বার বলা হয়েছে তাদের লেকগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য, কচুরিপানা সরিয়ে দেওয়ার জন্য, বাকি কাজ আমি করবো। তারা কিন্তু সেটা এখন পর্যন্ত করে নাই। উনারা করছেন না, তাই এখন আমি নিজের উদ্যোগে কাল লেকে যত কচুরিপানা আছে পরিষ্কার করবো। শনিবার গুলশান লেক পরিষ্কার করেছি, আগামীকাল ধরবো অন্য লেকগুলো। সিভিল এভিয়েশনকে তাদের দায়িত্ব নিতে হবে। যে যে সংস্থা তাদের সবার দায়িত্ব নিতে হবে। আমি কাউকে দোষ দিচ্ছি না। আমার কথা হচ্ছে, একসঙ্গে কাজ করি। আমাদের কাজ চালিয়ে যেতে হবে এবং আমরা অবশ্যই ফল পাবো।

মেয়র আতিক আরও বলেন, আমরা বিটিআই বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস নামের কীটনাশক)  নিয়ে কাজ করবো। আমরা প্রথমে ঠিকাদারের মাধ্যমে এনেছিলাম। তার মূল্য ছিল ৮৫ লাখ টাকা। পরিক্ষামূলকভাবে আমরা এটি এনেছিলাম। কিন্তু ঠিকাদার এটি নিয়ে যা ইচ্ছা তাই করেছে। সেই পাঁচ টন বিটিআই আমরা এখনও ব্যবহার করিনি। আমরা প্রথমবারের মতো এবার বিটিআই নিজেরা সরাসরি আমদানি করবো।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যরিস্টার শেখ ফজলে নুর তাপস, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম প্রমুখ।