টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতির বিরুদ্ধে দুদকের মামলা

টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি মো. আমির কুদরত-ই-এলাহী খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান বাদী হয়ে বৃহস্পতিবার (২১ মার্চ) মামলাটি দায়ের করেন।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, তার বিরুদ্ধে দুদকে আসা অভিযোগ অনুসন্ধানের স্বার্থে টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের খাতওয়ারী আয় ও ব্যয়ের বিবরণ, অগ্রিম পাওনা রেজিস্ট্রার এবং অগ্রিম প্রদানের কাগজপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য-উপাত্ত চাওয়া হয় দুদক থেকে। একাধিকবার চিঠি দেওয়া হলেও তিনি রেকর্ডপত্র সরবরাহ না করে অনুসন্ধানকাজে বিঘ্ন সৃষ্টি করেন। তিনি দুর্নীতি দমন কমিশন আইন ইচ্ছাকৃত অমান্য করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এতে কমিশনের অনুমোদনক্রমে বৃহস্পতিবার (২১ মার্চ) তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।