সারা দেশে ভোক্তা অধিদফতরের বাজার তদারকি

শনিবার (২৩ মার্চ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে চাল, তরমুজ, গরম মশলা এবং ঈদের পোশাকের বাজারের ওপর তদারকি কার্যক্রম পরিচালনা করেছে।

এ দিন ঢাকা মহানগরীতে অধিদফতরের ৫টি টিম বাজার তদারকি করে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৪০টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

সারা দেশে ৪৪টি টিম বাজার তদারকির মাধ্যমে ১১৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করে। ভোক্তা অধিকার রক্ষায় অধিদফতরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।