মোহাম্মদপুর-ধানমন্ডিতে চাঁদাবাজি, গ্রেফতার ২৫

রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে পাঁচটি কিশোর গ্যাংয়ের ২৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২। শনিবার (২৩ মার্চ) মোহাম্মদপুর ও ধানমন্ডি থেকে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (২৪ মার্চ) দুপুরে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম এসব তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো– কিশোর গ্যাং আক্তার গ্রুপের অন্যতম মূল হোতা মো. আক্তার (২৪) ও তার চার সহযোগী। এছাড়া মাসুম গ্যাংয়ের প্রধান মো. মাসুম (২৫) ও তার সহযোগীরা। পিনিক গ্রুপের লিডার হাসান (২৯) ও তার তিন সহযোগী, বাপ্পী গ্রুপের লিডার মো. বাপ্পী (২৭) ও তার দুই সহযোগী, লিমন গ্রুপের হোতা মো. লিমন (২২) ও তার ১০ সহযোগী। তাদের কাছে থেকে চাপাতি, ছুরি, চাকু, চাইনিজ কুড়াল, অ্যান্টি কাটারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার বলেন, ‘মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় বেশ কয়েকটি কিশোর গ্যাংয়ের সদস্য দিনে গাড়ির ড্রাইভার, হেলপারসহ বিভিন্ন পেশার আড়ালে রাতে ছিনতাই ও চাঁদাবাজি করতো। হামলা ও ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মামলা হয়। পরে নজদারি বাড়িয়ে তাদের গ্রেফতার করে ব্যার।’

তিনি বলেন, ‘মোহাম্মদপুর বেড়িবাঁধ, আদাবর, ঢাকা উদ্যান ও ধানমন্ডি এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম চালাতো চক্রগুলো। এছাড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়তো।’

আইনানুগ ব্যবস্থা নিতে গ্রেফতার ব্যক্তিদের রাজধানীর বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।